সুবিধাবঞ্চিত ৩০০ পরিবারের মাঝে জুম বাংলাদেশের খাদ্য সহায়তা

সুবিধাবঞ্চিত

সুবিধাবঞ্চিত

সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা নিয়ে কাজ করার প্রত্যয়ে গড়ে ওঠা স্বেচ্ছাসেবী সংগঠন জুম বাংলাদেশের স্কুলের শিক্ষার্থীদের পরিবারকে এ খাদ্য সহযোগিতা প্রদান করা হয়।

শুক্রবার (৩০ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় সংগঠনটির নিজস্ব কার্যালয়ের সামনে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব খাদ্য সামগ্রী সহায়তা করা হয়।

খাদ্য সামগ্রীর মাঝে ছিল ৫ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি ছোলা, ১ কেজি মুড়ি,১ কেজি লবন ১ ডজন ডিম, ১ প্যাকেট বিস্কুট। একই সময়ে সংগঠনটির পরিবর্তন প্রজেক্টের আওতায় হতদরিদ্র তিনজন পুরুষকে সাবলম্বীকরার লক্ষে রিক্সা এবং একজন নারীকে দোকান ও মূলধন উপহার দেওয়া হয়।

অনুষ্ঠানে জুম বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এসটি শাহীন সহ সভাপতি মো, খালেদ হোসেন, সহ সভাপতি মো,রুহুল আমিন, সহ সভাপতি জেরিন সুলতানা ও প্রধান সমন্বয়ক মো, রাজিব সরকার সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *