চলমান পরিস্থিতি নিয়ে সেনা প্রধান জেনারেল ওয়াকার উজ জামানের বক্তব্য ঘিরে ঝিনাইদহে বৃষ্টি উপক্ষো করে রাস্তায় এবং শহরের প্রধান প্রধান সড়ক গুলোতে রং খেলায় মেতেছে ঝিনাইদহের ছাত্র জনতা। সোমবার সকাল ১১ টার দিকে আন্দোলনকারীরা শহরের হামদহ মোড় থেকে বেষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিল বের করে। তাদের দাবি সম্বলিত বিভিন্ন প্লাকার্ড হাতে নিয়ে কেন্দ্রীয় ঘোষিত এক দফা দাবির পক্ষে শ্লোগান দিতে থাকে। পরে তারা শহরের পায়রা চত্তরে অবস্তান নেয়। তাদের অবস্থান চলাকালে দুপুরে ১ টার দিকে শুরু হয় বৃষ্টি। এর মধ্যেই শিক্ষার্থীরা অবস্থান নেয় পায়রা চত্তরে।
পরে সেনা প্রধান জেনারেল ওয়াকার উজ জামান এর ভাষণ ঘিরে তাদের সাথে আরো যোগ দিতে থাকে সর্বস্তরের মানুষ। তখনও তারা এক দফা দাবির পক্ষে শ্লোগান অব্যাহত ছিল। তবে মিছিলের আগে ও পরে এবং বর্তমান সময় পর্যন্ত শহরে দেখা যায়নি পুলিশ কিংবা জেলা প্রশাসনের কোন কর্মকর্তাদের। তবে শহরে জেলা তথ্য অফিসের পক্ষ থেকে সকলকে সেনা প্রধানের ভাষন শোনার জন্য মাইকিং করা হচ্ছে।
এদিকে শিক্ষার্থীরা শহরের পায়রা চত্তরে বৃষ্টির মধ্যেই সেনা প্রধান বক্তব্য দেবেন এ কথা শুনে রং খেলায় মেতে ওঠেন। অনেকেই উচু উচু স্থানে উঠে জাতীয় পতাকা উড়াচ্ছেন।
এসময় শিক্ষার্থীরা জানান, আমরা আশাবাদি সেনা প্রধান যে বক্তব্য দেবেন তাতে আমাদের দাবির প্রতিফলন হবে।