স্বর্ণ যখন কসটেপে মোড়ানো

বেনাপোল পোর্ট থানা পুলিশ গত রাত সাড়ে ১১টার সময় ১০টি স্বর্নের বার উদ্ধার করেন। পুলিশ জানান, বেনাপোল পোর্ট থানাধীন সাদিপুর গ্রামস্থ সাদিপুর রোডের ব্রিজের পাশে পাকা রাস্তার উপর অজ্ঞাতনামা চোরাকারবারিদের ফেলে যাওয়া কসটেপে মোড়ানো ১০টি স্বর্ণের বার যার ওজন ১.১৬২গ্রাম উদ্ধার করেন। (মূল্য অনুমান ১ কোটি ১৫ লক্ষ টাকা) । উদ্ধারকৃত স্বর্ন জব্দ করেন বেনাপোল পোর্ট থানার রাত্র কালীন ডিউটিরত জরুরি অফিসার পিএসআই / সাইফুল ইসলাম ও তার সঙ্গীয় ফোর্সরা। স্বর্ণ চোরাচালান কারি পুলিশের উপস্থিতি টের পেয়ে স্বর্ণের চালানটি ফেলে পালিয়ে যায় বলে জানা যায়। পরবর্তীতে ডিউটিরত জরুরি অফিসার ও তার সঙ্গীয় ফোর্সরা স্বর্ন উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এ সময় কোন পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে বেনাপোল পোর্টথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন ভূঁইয়া স্বর্ন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। এ সংক্রান্তে বেনাপোল পোর্ট থানায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

 

মর্নিং নিউজ/আই/শাশি

 

Spread the love

বেনাপোল প্রতিনিধি

Leave a Reply

Your email address will not be published.

Next Post

সিজারের পরে পেটে গজ রেখে সেলাই

মঙ্গল জানু ২৪ , ২০২৩
যশোরের ঝিকরগাছায় সিজারিয়ান অপরেশনের সময় মুসলিমা খাতুন(২৮) নামে এক রোগীর পেটে গজ (মপ) রেখে সেলাই করে দেয়ার অভিযোগ উঠেছে চিকিৎসকদের বিরুদ্ধে। ঘটনাটি উপজেলার বাঁকড়ায় মারুফ হোসেনের পরিচালিত সায়েরা ক্লিনিকে এ ঘটনা ঘটে। পরে পুণরায় অপারেশন করে ওই রোগীর পেট থেকে গজ (মপ) অপসারণ করেন চিকিৎসকরা। ভুক্তভোগী মুসলিমা খাতুন বাঁকড়ার উজ্জলপুর […]