স্বেচ্ছা কোয়ারেন্টাইনে এমপি তন্ময়

ফাইল ছবি

বঙ্গবন্ধু পরিবারের তৃতীয় প্রজন্ম বাগেরহাট-২ (সদর ও কচুয়া) আসনের এমপি শেখ সারহান নাসের তন্ময় এর ব্যক্তিগত সহকারি চয়ন আহমেদের করোনা পরিক্ষার রিপোর্ট পজেটিভ আসার পর চিকিৎসকের পরামর্শে এমপি শেখ তন্ময় স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে চলে যান। কোয়ারেন্টাইনে থেকে তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এমপি শেখ তন্ময় করোনাকালের শুরু থেকেই নানা ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়ে আলোচনায় আসেন। তিনি হটলাইনের মাধ্যমে ‘ডাক্তারের কাছে রোগী নয় রোগীর কাছে ডাক্তার’ শ্লোগানে নিজের সংসদীয় আসনে চিকিৎসা সেবা চালু করেন। ‘গর্ভবতী মায়েদের ঘরে পুষ্টিকর খাবার, ভবিষ্যতের কাছে বর্তমানের অঙ্গীকার’ এই শ্লোগানকে সামনে রেখে বাগেরহাট-২ আসনে এক হাজার ৭০৪ জন সন্তান সম্ভবা মায়ের জন্য নিজস্ব তহবিল থেকে পুষ্টিকর খাদ্য সামগ্রী বিতরণ করার পাশাপাশি ডাক্তারদের জন্য সেফটি চেম্বারও স্থাপন করেছেন তিনি।

সাম্প্রতিক সময়ে সুপার সাইকোন আম্ফান মোকাবেলায় এমপি শেখ তন্ময় নিজেই সার্বক্ষনিক স্থানীয় প্রশাসন দলীয় নেতাকর্মী ও স্বেচ্ছাসেবকসহ সবার সাথে যোগাযোগ রেখে সফলতার সাথে ঘূর্ণিঝড়টি মোকাবেলা করেছেন।

বর্তমান শারীরিক অবস্থা নিয়ে শেখ তন্ময় জানান, আমার ব্যক্তিগত সহকারীর করোনা রিপোর্ট পজিটিভ আসার পর থেকে ডাক্তারের পরামর্শে কোয়ারেন্টাইনে আছি। যেহেতেু আমার বাবা শেখ হেলাল উদ্দিন এমপি হার্টের রোগী এবং আমার দাদী বয়সোর্ধ সে জন্যই আমি বাসার বাইরে মামাতো ভাইয়ের বাসায় বর্তমানে কোয়ারেন্টাইনে আছি।

চলতি বাজেট অধিবেশনে যোগদান বিষয়ে তিনি বলেন, এবারের বাজেটে যেহেতেু সামাজিক দূরত্ব বজায় রেখেই আসন বণ্টন করা হয়েছে। সকল এমপি’র করোনাভাইরাস পরিক্ষার জন্য নমুনা নেয়া হয়েছে। ওই রিপোর্টের ফলাফল নেগেটিভ আসলে ২৩ জুন বাজেট অধিবেশনে যোগ দেয়ার ইচ্ছার কথা জানান তিনি। কোয়ারেন্টাইনে থাকলেও মুঠোফোনের মাধ্যমে তিনি সার্বক্ষণিক নির্বাচনী এলাকার সার্বিক কর্মকান্ড মনিটরিং করছেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *