হাটহাজারীতে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচী ১০ টাকা দামের ৩৩৫০ কেজি (৬৭ বস্তা) চাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার রাতে উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা রুহুল আমিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
হাটহাজারী পৌর এলাকার লোকমানিয়া স্টোর ও উপজেলার ফতেপুরের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২নং গেইট এলাকার আক্তার সওদাগরের দোকান থেকে এ চাল জব্দ করা হয়। তবে অভিযানের খবর পেয়ে ডিলার মো. ইউসুফ আলী পালিয়ে যায় বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পৌরসভা সরকারি খাদ্যবান্ধব কর্মসূচীর ডিলার মো. ইউসুফ নিয়মনুযায়ী সুবিধা ভোগীদের কাছে বিক্রি না করে লোকমানিয়া স্টোর ও আক্তার সওদাগরের দোকানের কাছে বেশী দামে বিক্রি করে। শুক্রবার রাতে গোপনে সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিযান চালিয়ে লোকমানিয়া ষ্টোর থেকে বিক্রিত ৬০ বস্তা ও চবি ২নং গেইট আক্তার সওদাগরের দোকান থেকে ৭ বস্তাসহ মোট ৬৭ বস্তা চাল জব্দ করে। এসময় অভিযুক্ত ডিলার ইউসুফ পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন সত্যতা নিশ্চিত মর্নিং নিউজ বিডিকে বলেন, শুক্রবার রাতে টানা আড়াই ঘন্টা অভিযান চালিয়ে ৬৭ বস্তা চাল জব্দ করেছি। অভিযুক্ত ডিলারের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলার প্রস্তুতি চলছে।