ময়মনসিংহের হালুয়াঘাটে সড়ক দুর্ঘটনায় ১জন নিহত ও ২জন মারাত্মক আহত হয়েছে। বুধবার(১৭জানুয়ারী) বিকেলে দড়ি নগুয়া গ্রামের মেইলগেট সংলগ্ন স্থানে বেপরোয়া গতিতে মোটর সাইকেল চালাতে গিয়ে দুর্ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তি উপজেলার কুমুরিয়া গ্রামের মুজিবুর রহমান এমএল এর পুত্র তামিম(১৬)। সে স্থানীয় বি.কে.কে উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। গুরুতর আহতরা হলেন তার বন্ধু বাঘমার গ্রামের আতিকুল ইসলাম দুদুর পুত্র রাতুল ইসলাম(১৬), আব্দুল জালালের পুত্র লিটন মিয়া(১৬)।
আহতদের হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন তবে উভয়ের অবস্থা আশংকাজনক বলে জানা যায়।
হালুয়াঘাট থানার ওসি(তদন্ত) আবুল হাসেম জানায়, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনি পক্রিয়া চলমান রয়েছে।