সাভারে ধ্বসে পড়া রানা প্লাজা মালিকের বাবা আব্দুল খালেক করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নিজ বাসায় মারা গেছে্ন।
বৃহস্পতিবার (০৪ জুন) ভোরে তিনি মারা যান বলে স্বজনরা নিশ্চিত করেছেন।
স্বজনরা বলেন, তিনি গত ৩১ মে রবিবার থেকে শ্বাসকষ্ট জনিত রোগে ভুগছিলেন। চিকিৎসার জন্য স্থানীয় এনাম মেডিকেল
কলেজ হাসপাতালে নেয়া হয়েছিল। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ তাকে হাসপাতালে ভর্তি না করে করোনা পরীক্ষার পরামর্শ দেন।
গত সোমবার (১ জুন) এনাম মেডিকেলে তার নমুনা দেওয়া হয়। ফলাফল পাওয়ার আগেই আজ বৃহস্পতিবার ভোরে তিনি মারা যান।
এই নিয়ে সাভার উপজেলায় করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা ৯, আক্রান্ত প্রায় ৮ শতাধিক।
উল্লেক্ষ্য আজ থেকে প্রায় ৭ বছর আগে রানা প্লাজা দুর্ঘটনায় সরকারি তথ্য মতে ১,১৩৪ জন গার্মেন্টস শ্রমিক নিহত হন, পঙ্গুত্ববরণ
করেন কয়েক হাজার মানুষ। এখনো নিখোঁজ কয়েক শত।
এই দুর্ঘটনায় মোট ৩ টি মামলা হয়, উক্ত মামলার আসামি ছিলেন আব্দুল খালেক।