১৭ বছর ধরে একাই দুই নামে ভাতা তুলেছে ইউপি সদস্যের মা


বাগেরহাটের ফকিরহাটে এক নারী ইউপি সদস্যের মা দোলেছা বেগম ১৭ বছর ধরে একাই দুই নামের বিধবা ভাতা উত্তোলন করছেন । ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী ইউপি সদস্য তাছলিমা বেগম লতার মা দীর্ঘদিন ধরে এ ভাতা উত্তলোন করে আসছেন। বিষয়টি কতৃপক্ষের নজরে এলে দুটি বই জব্দ করা হয়।
সোমবার (১৫ জুন) দুপুরে দোলেছা ও দেলেছা নামের বই দুটি জব্দ করা হয়েছে বলে জানান উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সবুর আলী।
সমাজসেবা কার্যালয় সূত্রে জানা যায়, ১৯৯৯ সালে বাড়ইডাঙ্গা গ্রামের মৃত ওহাব মোড়লের স্ত্রী দোলেছা বেগমের নামে একটি বিধবা ভাতার কার্ড চালু হয়। ২০০৩ সালে দোলেছা বেগম নিজের ও স্বামীর নাম পরিবর্তন করে আবারও বিধবা ভাতার আবেদন করেন। সেখানে তিনি নিজের নাম দেলেছা বেগম ও স্বামী মৃত আব্দুল ওহাব হিসেবে তালিকাভুক্ত হন। দোলেছা বেগমের মেয়ে তাছলিমা বেগম লতা ওই এলাকার সংরক্ষিত নারী ইউপি সদস্য হওয়ায় যাচাই বাচাই ছাড়াই ওই তালিকা সমাজসেবা অফিসে পাঠানো হয়।
আরও পড়ুন: ধর্ষকের শাস্তির দাবিতে নিরাপদ সড়ক আন্দোলনকারীদের মানববন্ধন
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সবুর আলী বলেন, এলাকাবাসীর দেওয়া খবরের ভিত্তিতে আমরা বিষয়টি জানতে পেরে দেলেছা ও দোলেছা বেগমের বই দুটি জব্দ করেছি। প্রয়োজনীয় তথ্য উপাত্ত সংগ্রহ করেছি। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে একটি অভিযোগ দেওয়ার প্রক্রিয়া চলছে।
ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহনাজ পারভীন বলেন, বিষয়টি শুনেছি। সরেজমিনে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।