শনিবার (২০ জুন) সকালে মাছ ধরতে গিয়ে মাতামুহুরি নদীতে তলিয়ে যাওয়া মো. বাদশা (২৮) এর লাশ উদ্ধার করেছে পেকুয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর এক বিশেষ টিম।
রবিবার (২১ জুন) দুপুর দেড়টার দিকে মাতামুহুরির বঙ্গোপসাগরের চ্যানেল উজানটিয়া নদীর করিয়ারদিয়া মোহনা হতে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।
লাশ খোঁজে পাওয়ার বিষয়ে সত্যতা নিশ্চিত করে কোনাখালী ইউপি চেয়ারম্যান দিদারুল হক সিকদার মর্নিং নিউজ বিডিকে জানান, গতকাল সকাল ৮ টায় মো. বাদশা মাতামুহুরির ঢলের পানির স্রোতে তলিয়ে যাওয়ার পর প্রায় ১৮ ঘন্টার ব্যবধানে পেকুয়া ফায়ার সার্ভিসের সহায়তায় মৃত লাশটি পাশের উজানটিয়া ইউনিয়নের করিয়ারদিয়া মোহনা হতে উদ্ধার করা হয়েছে।
গতকাল কক্সবাজারের চকরিয়া উপজেলাধীন কোনাখালী ইউনিয়নের খাসপাড়া সংলগ্ন মাতামুহুরি নদীর পয়েন্ট এ মো. বাদশা নামের ওই যুবক মাছ ধরতে গিয়ে ঢলের পানির স্রোতে তলিয়ে যায়। বিকাল ৩টা পর্যন্ত তার খোঁজ না পাওয়াতে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা উদ্ধার অভিযানে নামে।
পেকুয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার দিদারুল হক মর্নিং নিউজ বিডিকে বলেন, ‘গতকাল সারাদিন চকরিয়া ফায়ার সার্ভিস ও চট্টগ্রাম হতে ডুবুরি এসে তলিয়ে যাওয়া যুবককে উদ্ধার অভিযানে নামে। পরবর্তীতে কোন খোঁজ না পাওয়াতে আজ সকালে পেকুয়া ফায়ার সার্ভিসের বিশেষ টিম উদ্ধার অভিযানে যোগ দিয়ে দুপুর দেড়টার দিকে করিয়ারদিয়া মোহনা হতে ভাসমান অবস্থায় ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।’