দেশে করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৩৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ১ হাজার ৪৬৪ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৫৩১ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ১২ হাজার ৩০৬ জন।
রবিবার (২১ জুন) দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে মিডিয়া বুলেটিনে এ তথ্য জানান অতিরিক্ত মহা-পরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।
দেশজুড়ে ৬০টি ল্যাবে নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরে বুলেটিনে বলা হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৫ হাজার ৭১০টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৫ হাজার ৫৮৫টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ছয় লাখ ১২ হাজার ১৬৪টি। নতুন নমুনা পরীক্ষায় করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে আরও ৩ হাজার ৫৩১ জনের মধ্যে।
এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ৮৯ লাখ ১৪ হাজার ৭৮৭ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৪ লাখ ৬৬ হাজার ৭১৮ জন। বিপরীতে সেরে উঠেছেন ৪৭ লাখ ৩৮ হাজার ৫৪২ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৮ হাজার ৭৭৫ জন। এ নিয়ে মোট মারা গেছেন ১ হাজার ৪২৫ জন।