অনুষ্ঠিত হল জে সি আই বাংলাদেশের আয়োজনে ‘বসন্ত বরণ ২০২৩

জেসিআই

জেসিআই
শীতের বিদায়বেলায়, ফাগুনের নতুন সুরে, ঐকতানে, জেসিআই বাংলাদেশ পরিবারের সকলকে সাথে নিয়ে বসন্তকে স্বাগত জানাতে, ২০২৩-এর লোকাল প্রেসিডেন্টদের সম্মিলিত উদ্যোগে, গত ১০ ফেব্রুয়ারি, ২০২৩ ইং, শুক্রবার, অনুষ্ঠিত হল “বসন্ত বরণ ২০২৩”

অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২০২৩ ন্যাশনাল প্রেসিডেন্ট, জেসিআই বাংলাদেশ – সেনেটর জিয়াউল হক ভুইয়া।

বাংলার ঐতিহ্যে সাজানো মেলা, মনমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা, নাচ, গান, র‍্যাফেল ড্র আরো হরেক রকমের উপাদানে সাজানো এই প্রানের উৎসবে মিলিত হয় জে সি আই এর সদস্যগন এবং তাদের পরিবারবর্গ। সকল ন্যাশনাল অফিসার ও চ্যাপ্টার মেম্বারদের স্বতস্ফুর্ত অংশগ্রহনে প্রানবন্ত হয়ে উঠে পুরো অনুষ্ঠানটি।

উল্লেখ্য, জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ১৮ থেকে ৪০ বছর বয়সী উদ্যমী তরুণদের একটি সংগঠন। জেসিআই সদরদপ্তর যুক্তরাষ্ট্রের মিসৌরির সেন্ট লুইসে অবস্থিত। ১২০টিরও বেশি দেশে এর কার্যক্রম রয়েছে এবং সারা বিশ্বে এর সদস্য সংখ্যা ২ লাখের বেশি। বাংলাদেশে বর্তমানে জেসিআই’র প্রায় ৩০ টির অধিক লোকাল চ্যাপ্টার কাজ করছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *