অবকাঠামো খাতের উন্নয়নে প্রায় ৪২৪ কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি

ছবি: সংগৃহিত

সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) আওতায় বাংলাদেশের অবকাঠামো খাতের উন্নয়নে সরকারকে ৫০ মিলিয়ন মার্কিন ডলার তথা প্রায় ৪২৪ কোটি টাকা ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

মঙ্গলবার (১৮ আগস্ট) এডিবির প্রধান কার্যালয় এ ঋণ অনুমোদন করে।

এ বিষয়ে এডিবির প্রিন্সিপাল ফাইন্যান্স সেক্টর স্পেশালিস্ট ডংডং জ্যাং বলেন, ‘এ ঋণ বাংলাদেশ সরকারের সক্ষমতা বৃদ্ধি করবে। এতে পিপিপির অবকাঠামোর প্রকল্পগুলোর কাজ এগিয়ে নেয়া সম্ভব হবে। ইতোমধ্যে বাংলাদেশ করোনার প্রভাব কাটিয়ে উঠতে শুরু করেছে। পিপিপি অবকাঠামো ও কর্মসংস্থান তৈরিতে সহযোগিতা করবে।’

আরও পড়ুন: দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৮ বিলিয়ন ডলার ছাড়ালো

এডিবি আরও বলছে, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে শক্তিশালী অর্থনৈতিক প্রবৃদ্ধি রেকর্ড হয়েছে। মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি প্রতি বছর গড়ে প্রায় ৭ শতাংশ। প্রবৃদ্ধির এ উন্নতি জ্বালানি, যোগাযোগ ও নগর অবকাঠামো উন্নয়নের দাবি রাখে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *