আইপিএল ফাইনালে মুম্বাইয়ের প্রতিপক্ষ দিল্লি

আগামী মঙ্গলবার ড্রিম ইলেভেন আইপিএল ২০২০ এর ফাইনালে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হতে যাচ্ছে দিল্লি ক্যাপিটালস। রবিবার রাতে ২য় কোয়ালিফায়ার ম্যাচে সানরাইজার্স হায়াদ্রাবাদকে ১৭ রানের ব্যবধানে হারিয়েছে দিল্লি ক্যাপিটালস। টসে জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৮৯ রান করে দিল্লি। দিল্লির পক্ষে সর্বোচ্চ ৭৮(৫০) রান করে ভারতীয় ওপেনার শেখর ধাওয়ান। জবাবে বিশাল টার্গেট চেজ করতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭২ রান করে সানরাইজার্স হায়াদ্রাবাদ। হায়াদ্রাবাদের পক্ষে সর্বোচ্চ ৬৭(৪৫) রান করে কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। দিল্লির সাউথ আফ্রিকান ফাস্ট বোলার কাঙ্গিসো রাবাদা ৪ ওভার বল করে ২৯ রানে ৪ উইকেট তুলে নেয়। এছাড়া অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মার্কোস স্টয়নিসের অলরাউন্ড নৈপুণ্যে দিল্লি শুরু থেকেই এগিয়ে থাকে, সে ব্যাট হাতে ওপেনিং করে ৩৮(২৭) রান ও বল হাতে ৩ ওভারে ২৬ রান খরচ করে ৩ উইকেট তুলে নেয়। প্রকৃতপক্ষে স্টয়নিস যখন উইলিয়ামসনের গুরুত্বপূর্ণ উইকেটটি তুলে নেয় তখনই ম্যাচ দিল্লির হাতে চলে আসে। হায়াদ্রাবাদকে তাদের বাজে ফিল্ডিং ও শুরুর দিকের বাজে বোলিংয়ের জন্যই মূলত ম্যাচটি হারতে হয়।

এবার পয়েন্ট তালিকার উপরের দুইটি দলই ফাইনাল খেলছে। দিল্লির জন্যে প্রথম ফাইনাল। আইপিএল প্রেমীরা এখন মুম্বাই বনাম দিল্লির মধ্যে একটি জমজমাট ম্যাচের প্রত্যাশায় আছেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *