করোনায় বিশ্বে মৃতের সংখ্যা ১৭ লাখ ৭৪ হাজার

করোনায়
ছবি: সংগৃহিত

বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮ কোটি ১২ লাখ ছাড়িয়ে গেছে। আর মৃতের সংখ্যা ছাড়িয়ে গেছে ১৭ লাখ ৭৪ হাজার।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সিস্টেম সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ কোটি ১২ লাখ ৫৯ হাজার ৭৯৭ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ১৭ লাখ ৭৪ হাজার ১৩০ জনের। আর এ পর্যন্ত সেরে উঠেছেন ৪ কোটি ৫৯ লাখ ৫০ হাজার ৭১৫ জন।

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। মঙ্গলবার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৯২ লাখ ৯৯ হাজার ৯৫৮ জন। আর এই মহামারিতে দেশটিতে মৃত্যু হয়েছে ৩ লাখ ৩৪ হাজার ৮৩০ জনের।

যুক্তরাষ্ট্রের পর মৃত্যু বিবেচনায় করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিল। আক্রান্তের দিক থেকে তৃতীয় স্থানে থাকলেও মৃত্যু বিবেচনায় দেশটির অবস্থান দ্বিতীয়। লাতিন আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৭৫ লাখ ৪ হাজার ৮৩৩ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৯১ হাজার ৫৭০ জনের।

আক্রান্তের দিক থেকে দ্বিতীয় স্থানে থাকা ভারত মৃত্যু বিবেচনায় আছে তৃতীয় স্থানে। এ পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ কোটি ২ লাখ ৭ হাজার ৮৭১ জন। আর মৃত্যু হয়েছে ১ লাখ ৪৭ হাজার ৯০১ জনের।

মৃত্যু বিবেচনায় যুক্তরাষ্ট্রের প্রতিবেশী মেক্সিকো চতুর্থ স্থানে থাকলেও আক্রান্ত বিবেচনায় দেশটির অবস্থান ১৩ নম্বরে। মেক্সিকোতে মঙ্গলবার সকাল পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৩ লাখ ৮৯ হাজার ৪৩০ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ২২ হাজার ৮৫৫ জনের।

ইউরোপের দেশ ইতালি মৃত্যু বিবেচনায় রয়েছে পঞ্চম স্থানে, তবে আক্রান্তের দিক থেকে দেশটির অবস্থান অষ্টম। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ২০ লাখ ৫৬ হাজার ২৭৭ জন এবং মৃত্যু হয়েছে ৭২ হাজার ৩৭০ জনের।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *