আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশ

ফার্স্ট গ্লোবাল চ্যালেঞ্জ নামের যুক্তরাষ্ট্রভিত্তিক একটি চ্যারিটি সংস্থা প্রতি বছর স্কুল ভিত্তিক শিক্ষার্থীদের নিয়ে এই রোবটিক্স প্রতিযোগিতার আয়োজন করে থাকে। কিন্তু এইবার সবাইকে তাক লাগিয়ে বিজয়ীর খাতায় নাম লেখায় বাংলাদেশের টিম।

ছবি : সংগৃহীত

কিন্তু দেশের বর্তমান অবস্থা মাথায় রেখে এইবার এর পুরো হয়েছে ভার্চুয়ালি। আর এ বছরের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ থেকে অংশগ্রহণকারী টিম। টেক একাডেমী নামে একটি প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে বাংলাদেশ থেকে একঝাঁক ছাত্র-ছাত্রী এই প্রতিযোগিতায় অংশ নেয়।

এ নিয়ে টানা চতুর্থবার এতে অংশগ্রহণ করেছে বাংলাদেশ।গত বছর এই একই প্রতিযোগিতায় বাংলাদেশ ৭ম স্থান অধিকার করেছিল। তিনমাস ব্যাপী এই প্রতিযোগিতায় ১৭৪টি অংশগ্রহণকারী দেশকে পিছে ফেলে শীর্ষে উঠে আসে টিম বাংলাদেশ।

এই প্রতিযোগিতাকে অনেকে রোবটিক্সের অলিম্পিক্স বলে বর্ণনা করেন, কারণ পুরো প্রতিযোগিতা জুড়ে থাকে রোবোটিক্স প্রদর্শনী। রোবোটিক্স প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সবাই নবম থেকে দ্বাদশ শ্রেনীর শিক্ষার্থী আর বয়স ১৪ থেকে ১৮ বছরের মধ্যে হয়ে থাকে।

বিজ্ঞানের প্রতি নতুন প্রজন্মকে উৎসাহ আর সামনের দিকে অগ্রসর করাই এই প্রতিযোগিতার অন্যতম একটি উদ্দেশ্যে।

 

 

Spread the love