আরব-আমিরাত বা শ্রীলঙ্কাতেই হতে পারে আইপিএল

আইপিএল ট্রপি

ইন্ডিয়ান প্রিমিয়ারলীগ (আইপিএল) এর এবারের আসর সংযুক্ত আরব-আমিরাত বা শ্রীলঙ্কাতে হতে পারে।

বৃহস্পতিবার ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাতকারে এমনটাই জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্তা।

তবে ওই বোর্ড কর্তা আরও জানায়, আইপিএল হবে কি হবে না, তা এখনও চূড়ান্ত হয়নি। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত এখনও নিতে পারেনি। টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা এখনও নিতে না পারায় বোর্ডও আইপিএল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারছে না।

তিনি বলেন, দেশে আইপিএল হওয়ার কথা থাকলেও করোনাভাইরাসের জন্য যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে সংযুক্ত আরব আমিরাত বা শ্রীলঙ্কায় আইপিএল নিয়ে যেতে পারে বোর্ড। যদিও ভেন্যু নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি।

করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় দেশেই একটা বা দুটো ভেন্যুতে টুর্নামেন্ট করা কঠিন আর সেই কারণেই বিদেশে আইপিএল চলে যাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে বলে মনে করেন ওই বোর্ড কর্তা।

বোর্ডের কর্তারা ও ফ্র্যাঞ্চাইজি মালিকরা আইপিএল আয়োজনে আগ্রহী। কিন্তু সমস্যা দেখা গিয়েছে সময় নিয়ে। যদি টি-টোয়েন্টি বিশ্বকাপ না হয় তবে সেই সময় আইপিএল করতে চান বোর্ডকর্তারা। তবে দেশে করোনা আক্রান্তের সংখ্যা প্রতিদিন যে ভাবে বাড়ছে, তাতে আইপিএল করা নিয়ে সংশয় বাড়ছে। সেই কারণেই সম্ভবত দেশের বাইরে আইপিএল করার ভাবনা শাখাপ্রশাখা মেলছে বলে মত দিয়েয়েছেন ক্রিকেট বিশ্লেষকরা।

আরও পড়ুন: আগস্টের আগে ভারত ক্রিকেটে ফিরছেনা: সৌরভ

উল্লেখ্য, প্রাথমিকভাবে ২৯ মার্চ থেকে আইপিএল শুরু হওয়ার কথা ছিল। কিন্তু করোনার প্রকোপে তা অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে যায়।

এর আগে ২০০৯ সালে আইপিএলের দ্বিতীয় আসরের আয়োজন হয়েছিলো দক্ষিণ আফ্রিকার মাটিতে। সেবার ভারতের লোকসভা নির্বাচনের কারনে টুর্নামেন্টটি দেশের বাইরে সরিয়ে নেওয়া হয়েছিলো।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *