আর্থার জুভেন্টাসে; তুরিন ছেড়ে ন্যূউ ক্যাম্পে পিয়ানিচ

আর্থার মেলো আর মিরালেম পিয়ানিচ। দুজনকে এভাবেই দেখা যাবে আগামী মৌসুমে

শেষ পর্যন্ত ক’দিন ধরে চলা গুঞ্জনই সত্যি হলো। ব্রাজিলিয়ান মিডফিল্ডার আর্থার মেলোকে জুভেন্টাসের কাছে বিক্রি করে দেওয়ার ব্যাপারে সমঝোতায় পৌঁছেছে বার্সেলোনা।

চুক্তির শর্ত হিসেবে জুভেন্টাস থেকে ক্যাম্প ন্যূউয়ে আসছেন বসনিয়া এন্ড হার্জেগোভিনার মিডফিল্ডার মিরালেম পিয়ানিচ।

সাত কোটি ২০ লাখ ইউরোয় আর্থারকে জুভেন্টাসের কাছে বিক্রির বিষয়টি বার্সেলোনা সোমবার এক বিবৃতিতে নিশ্চিত করে। চুক্তি অনুযায়ী অঙ্কটা আরও এক কোটি ইউরো বাড়তে পারে।

পরে আরেকটি বিবৃতিতে পিয়ানিচকে পাওয়ার ব্যাপারে জুভেন্টাসের সঙ্গে সমঝোতায় পৌঁছার কথা জানায় বার্সেলোনা। বসনিয়ার ৩০ বছর বয়সী মিডফিল্ডারকে পেতে তাদের খরচ হচ্ছে সাড়ে ছয় কোটি ইউরো।

চলতি মৌসুম জুভেন্টাসের হয়ে খেলার পর বার্সেলোনার সঙ্গে চার মৌসুমের জন্য চুক্তি করবেন পিয়ানিচ। তার বাই আউট ক্লজ রাখা হবে ৪০ কোটি ইউরো।

২০১৮ সালে গ্রেমিও থেকে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন আর্থার। ২৩ বছর বয়সী এই মিডফিল্ডার এ পর্যন্ত কাতালুনিয়ার দলটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে খেলেছেন ৭২ ম্যাচ।

লা লিগায় গত শনিবার সেল্টা ভিগোর বিপক্ষে ২-২ গোলে ড্রয়ের পর দলবদল চূড়ান্ত করতে তুরিনে যান আর্থার। সেখানে মেডিকেল হওয়ার পর দলবদলের কাজ সারেন তিনি।

চলতি মৌসুম শেষ হওয়া পর্যন্ত অবশ্য বার্সেলোনাতেই থাকবেন আর্থার। আগামী মৌসুমে মাঠে নামবেন জুভেন্টাসের জার্সি গায়ে। লিওনেল মেসির সঙ্গে খেলা তরুণ মিডফিল্ডার নতুন ঠিকানায় সতীর্থ হিসেবে পাবেন সময়ের আরেক সেরা ফুটবলার ক্রিস্তিয়ানো রোনালদোকে।

প্রথম মৌসুমে বার্সেলোনায় আলো ছড়িয়েছিলেন আর্থার। অনেকেই তার মধ্যে দেখেছিলেন দলটির কিংবদন্তি জাভির ছাঁয়া। শুরুর সেই ছন্দ ধরে রাখতে পারেননি এই ব্রাজিলিয়ান। জায়গা হারিয়ে ফেলেন শুরুর একাদশে।

আরও পড়ুন ফিরেই জয়ের নায়ক ক্যাসেমিরো; রিয়াল ফিরল শীর্ষস্থানে

এদিকে আর্থার ক্যাম্প ন্যূউ ছেড়ে গেলেও ক্রীড়ামোদীদের ভাবনা পিয়ানিচ আরও ভালো কিছু বয়ে নিয়ে আসবে কাতালানদের জন্য।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *