আশ্বাসেই সীমাবদ্ধ জবি শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক ইমেইল 

জবি প্রাতিষ্ঠানিক মেইল

জবি প্রাতিষ্ঠানিক মেইল

গত ২০ সেপ্টেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক ই-মেইল প্রদানের ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। শুধু আশ্বাসেই সীমাবদ্ধ রয়েছে প্রাতিষ্ঠানিক ইমেইল। দ্রুতই ইমেইল দেওয়ার কথা থাককেও প্রশাসন গড়িমসি করছে বলে অভিযোগ শিক্ষার্থীদের।

শিক্ষার্থীদের অভিযোগ, প্রাতিষ্ঠানিক ই-মেইল শুধুই বিশ্বাবিদ্যালয়ের আশ্বাস। এ ব্যাপারে কথা বলতে গেলে একপ্রকার হেসে খেলে কথা উড়িয়ে দেন তারা। কেউ কেউ জোকস ভেবে তুচ্ছতাচ্ছিল্যও করেন।

গবেষণায়, শিক্ষাবৃত্তি ও ই-লার্নিং এ নানা ধরণের অসুবিধা ও ভোগান্তি দূরীকরণ করবে প্রাতিষ্ঠানিক ইমেইল। এ প্রক্রিয়া দুই সপ্তাহের মধ্যেই সম্পন্ন হবে বলে জানানো হয়েছিলো। সেখানে গুগলের সব আবেদন প্রক্রিয়া শেষ হলেও প্রায় দুই মাস পরেও প্রাতিষ্ঠানিক ইমেইলের জন্য আবেদনের সুযোগ পায়নি শিক্ষার্থীরা।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, খোঁজ নিয়ে দেখেন প্রাতিষ্ঠানিক ইমেইলের কাজ হয়ে গেছে।

আরও পড়ুন: ইউজিসি’র প্রতিবন্ধী কোটা সংরক্ষণ উদ্যোগে কৃতজ্ঞতা প্রকাশ

বিশ্ববিদ্যালয়ের নেটওয়ার্ক ও আইটি দপ্তরের পরিচালক অধ্যাপক ড. উজ্জ্বল কুমার আচার্য্যের সাথে মুঠোফোনে যোগাযোগ হলে দ্রুতই শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক ইমেইল পাওয়ার জন্য আবেদন ফর্ম দেয়া হবে বলে আশ্বাস দেন তিনি। তবে আশানুরূপ কোন ফল পাওয়া যায়নি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *