ইউএসটিসি’র বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালে করোনা ইউনিট চালু

চট্টগ্রামে ইউএসটিসি’র বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালে ১০০ শয্যার করোনা ইউনিট চালু হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) দুপুরে তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ ভিডিও কনফারেন্সের মাধ্যমে হাসপাতালের করোনা ইউনিটের উদ্বোধন ঘোষণা করেন।

এ সময় ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমেদ কায়কাউস, সিনিয়র সচিব কামাল উদ্দিন, পুলিশের আইজি ড. বেনজীর আহমেদ।

বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালের পরিচালক ডা. মো. কামরুল হাসান মর্নিং নিউজ বিডিকে বলেন, হাসপাতালে ১০০ শয্যার করোনা ইউনিটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আমাদের অভ্যন্তরীণ কিছু কাজ বাকি আছে। আজ বিকেলে অথবা আগামীকাল সকাল থেকে হাসপাতালে রোগী ভর্তি করানো হবে।

এ ছাড়া তিনটি আইসিইউ’র ব্যবস্থা রাখা হয়েছে। চিকিৎসাসেবা দিতে আপতত ১৮ জন নার্স এবং ৮ জন ডাক্তার নিয়োগ দেওয়ার কথাও জানান পরিচালক কামরুল।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *