ইতালিতে করোনার জন্য আবার নতুন করে কড়াকড়ি

ইউরোপের দেশ ইতালি করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় কড়াকড়ি আরোপের ঘোষণা দিয়েছে। ইতালির প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তে নতুন লকডাউন এড়াতে এখন এসব ব্যবস্থা নেওয়া দরকার বলে উল্লেখ করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে এমনটি জানানো হয়েছে।

ইতালির প্রধানমন্ত্রী গতকাল রোববার সন্ধ্যায় মাস্ক পরিহিত অবস্থায় এক ভাষণে বলেন, আমরা সময় নষ্ট করতে পারি না, অর্থনৈতিক বিপর্যয় সৃষ্টিকারী ঢালাও লকডাউন এড়াতে এখনই আমাদের পদক্ষেপ নিতে হচ্ছে। প্রধানমন্ত্রী কন্তে আরও বলেন, মাস্ক পরা, হাত পরিষ্কার রাখা ও সামাজিক দূরত্ব মেনে চলার বিষয়গুলো এখন সর্বোচ্চ গুরুত্ব দেওয়া দরকার। এ ছাড়া রাত ৯টা থেকে জনসমাগম নিষিদ্ধ করা, রেস্টুরেন্ট কতক্ষণ খোলা থাকবে বা কতজনকে একত্র হওয়ার অনুমতি দেওয়া হবে, সেসব সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার থাকবে মেয়রদের হাতে।’

বার ও রেস্তোরাঁগুলো মধ্যরাতে বন্ধ থাকবে। অপেশাদার খেলাধুলা, সম্মেলন ও মেলা উৎসব আয়োজনেও নিষেধাজ্ঞা থাকবে। মাধ্যমিক স্কুলগুলোতে সামাজিক দূরত্ব আরো বেশি করে মানতে হবে। সন্ধ্যা ৬টার পর থেকে শুধু টেবিলে খাবার পরিবেশন করবে রেস্তোরাঁগুলো এবং  সর্বোচ্চ ছয়জন একসঙ্গে বসে খাবার খেতে পারবেন। এছাড়া, জিম ও সুইমিংপুলগুলোতে সাত দিনের মধ্যে নতুন প্রটোকলের ব্যবস্থা গ্রহণ করতে হবে।

ইতালিতে এ পর্যন্ত করোনায় সাড়ে ৩৬ হাজার মানুষের মৃত্যু হয়েছে। মোট করোনায় আক্রান্ত হয়েছেন চার লাখ ১৪ হাজারের বেশি মানুষ। করোনার সংক্রমণ নতুন করে ব্যাপক হারে বাড়তে থাকায় ইতালি এসব ব্যবস্থা নিচ্ছে। গতকাল রোববার জানানো হয়, একদিনে ১১ হাজার ৭০৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর আগের দিন শনিবার ১০ হাজার ৯২৫ জনের নতুন করে করোনা সংক্রমণের কথা জানানো হয়

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *