ইমামকে পিটিয়ে জখম করলো মসজিদ কমিটির সভাপতি

আহত ইমাম ও তাঁর ছেলে

কক্সবাজারের পেকুয়ায় আবুল হোছাইন (৫৫) নামের এক ইমামকে পিটিয়ে জখম করেছে মসজিদ কমিটির সভাপতি ফরিদুল আলমের নেতৃত্বে ১৫/২০ জন দেশীয় অস্ত্রধারী।

শুক্রবার (১৭ জুলাই) দুপুর ১.৫০ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মিঠাব্যাপারি পাড়া জামে মসজিদে এ ঘটনা ঘটে।

এঘটনায় ইমাম আবুল হোছাইনের ছেলে মিনহাজ উদ্দিন (১৯) কেও পিটিয়ে আহত করা হয়েছে বলে জানায় প্রত্যক্ষদর্শীরা।

আবুল হোছাইন সদর ইউনিয়নের মিঠাব্যাপারি পাড়ার মৃত ফয়েজ আহমেদের ছেলে ও ফরিদুল আলম একই এলাকার মৃত জাফর আলমের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার জুমার নামাজ আদায়ের পর ইমাম আবুল হোছাইন মসজিদ কমিটির সভাপতি ফরিদুল আলমকে তাঁর বকেয়া বেতন ও মসজিদের চাঁদা পরিশোধের কথা বলে। এতে ক্ষিপ্ত হয়ে ফরিদের নেতৃত্বে রফিকুল ইসলাম, মো. শাকিল,  হারুনুর রশিদ, মো. সেলিম, রিদুয়ান, মিজবাহসহ আরও ৮/১০ জন্য দেশীয় অস্ত্র নিয়ে ইমাম ও তাঁর ছেলের উপর চড়াও হয়। এতে ঘটনাস্থলেই তাঁরা গুরুতরভাবে আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আরও পড়ুন: চট্টগ্রামে প্রবর্তক সংঘের জমি দখলের চেষ্ঠা

পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল আজম বলেন, ইমামকে পিটিয়ে আহত করার কথা শুনেছি। লিখিত অভিযোগ হাতে পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *