উন্মোচিত হলো “চার একটি যৌগিক সংখ্যা”র মোড়ক

উন্মোচিত

উন্মোচিত

কবি ও কথাসাহিত্যক রিয়াজ মোরশেদ সায়েমের নতুন রিভেঞ্জ থ্রিলার বই ‘চার একটি যৌগিক সংখ্যা’র মোড়ক উন্মোচিত হয়েছে।

বুধবার (২৭ অক্টোবর) নগরী মোমিন রোডস্থ অক্ষরবৃত্ত কার্যালয়ে গ্রন্থটির মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আল মাহমুদ গবেষক কবি খোরশেদ মুকুলের সঞ্চালনায় এবং অক্ষরবৃত্ত প্রকাশনের প্রকাশক আনিস সুজনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় কথাসাহিত্যিক তকিব তৌফিক।

প্রধান অতিথি তকিব তৌফিক বলেন, ‘একটি থ্রিলার তখনই স্বার্থক হয়ে ওঠে যখন পাঠক সেটার রহস্য উন্মোচন না হওয়া পর্যন্ত ধৈর্য সহকারে পড়তে থাকে।’

তিনি আরও বলেন, ‘একজন কবি যখন কথাসাহিত্যে লিখে তখন সেটা মাস্টারপিস হয়ে ওঠে। আশা করছি রিয়াজ মোরশেদ সায়েমের চার একটি যৌগিক সংখ্যা সুখপাঠ্য হবে এবং টানটান উত্তেজনায় পাঠককে বিমোহিত করে রাখবে।’

রিয়াজ মোরশেদ সায়েম বলেন, ‘কবিতা থেকে কথাসাহিত্যের জার্নিটা কষ্টকর হয়েছে ঠিকই, কিন্তু পাঠকের ভালোবাসায় ঠিক ততটাই সহজ হয়েছে যতটা পাঠক চার একটি যৌগিক সংখ্যা’র রহস্য সমাধান করবে। আমার বইয়ের প্রকাশক এবং আমার ভালোবাসার পাঠকদেরকে আজকের এই দিনটি উৎসর্গ করলাম।’

সভাপতির বক্তব্যে প্রকাশক আনিস সুজন বলেন, ‘নবীনদের নিয়ে যে পথচলা শুরু করেছি তারই বহিঃপ্রকাশ চার একটি যৌগিক সংখ্যা। প্রকাশক বান্ধব লেখক এবং বই কেন্দ্রিক পাঠক প্রকাশনা শিল্পকে এগিয়ে নিতে দারুন ভূমিকা রাখে। আমি চাই চট্টগ্রামে এ অভ্যাসের চর্চা হোক।’

এসময় আরও বক্তব্য রাখেন কবি ও শিশুসাহিত্যিক তানভীর হাসান বিপ্লব, কথাসাহিত্যিক সুজন আহসান, কবি লামিয়া ফেরদৌসি, কথাসাহিত্যিক রায়হান সোবাহান, লেখক জাওয়াদ উল আলম, কবি নজরুল ইসলাম সাকিব, শিশুসাহিত্যিক জয়নাল আবেদীন, কবি শাহীদুল আলম, শিশুসাহিত্যিক শফিকুল আলম সবুজ, সমাজসেবী ও সংগঠক রুবেল মাহমুদ, অভিনেতা মাসউদ আহমেদ, কবি মেজবাহ উদ্দিন রবিন, কবি শামীম হোসেন, কথাসাহিত্যিক শিপন নাথ এবং সাংবাদিক মিজানুর রহমান।

এছাড়া আরও উপস্থিত ছিলেন শিশুসাহিত্যিক সাজেদুল করিম ভূঁইয়া, কথাসাহিত্যিক আজাদ পারভেজ রিংকু, সাদিক আবদুল্লাহ, আদিল রহমান, এ এম তাহের প্রমুখ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *