এতিহাদ ছেড়ে অ্যালিয়াঞ্জ এরেনায় ফিরছে লিয়েরা সানে

লিয়েরা সানে। ছবি: অল ফুটবল

পাঁচ বছরের চুক্তিতে ম্যানচেস্টার সিটির জার্মান উইঙ্গার লিয়েরা সানেকে দলে টানতে যাচ্ছে বায়ার্ন মিউনিখ। জার্মানির গণমাধ্যমে এ চুক্তির খবর উঠে এসেছে।

গত মাসের শুরুতে, সিটি ম্যানেজার পেপ গার্দিওলা বলেছিলেন যে, ২৪ বছর বয়সী এই স্ট্রাইকারের সাথে সিটির নতুন চুক্তিতে সম্মত হয়নি। তখনই গুঞ্জন শুরু হয়ে গিয়েছিলো সানে তাহলে এতিহাদ ছাড়তেছে।

অবশেষে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এই তরুণ ফিরবেন স্বদেশী ক্লাব বায়ার্নে। অ্যালিয়াঞ্জ এরেনায় পাঁচ বছর কাটানোর ক্ষেত্রে শুরুতে ৪৪.৭ মিলিয়ন পাউন্ডের চুক্তি হতে পারে।

আরও পড়ুন: মেসির মাইলফলকের দিনে বার্সার শিরোপা সম্ভাবনা ক্ষীণ করে দিলো অ্যাতলেতিকো

বায়ার্ন মিউনিখে যাওয়ার ফলে এতিহাদ সিটির সাথে চার বছরের স্পেল শেষ হবে সানের। যেখানে জার্মান উইঙ্গার দুটি প্রিমিয়ার লিগ, দুটি ইএফএল কাপ এবং গত মৌসুমের এফএ কাপ জিতেছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *