এবার করোনায় আক্রান্ত পার্বত্য মন্ত্রী

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও বান্দরবানের সংসদ সদস্য বীর বাহাদুর উশৈসিং করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

শনিবার (৭ জুন) রাতে কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাব থেকে প্রকাশিত তালিকা হতে এ তথ্য জানা যায়। এই প্রথম বাংলাদেশ সরকারের কোন মন্ত্রীর শরীরে কোভিড-১৯ শনাক্ত হলো।

বান্দরবান পার্বত্য জেলার সিভিল সার্জন ডা. অংসুই প্রু মারমা জেলায় মন্ত্রী ছাড়া আরও আট জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেন। গত বৃহস্পপতিবার নমুনা জমা দেয় বলে জানায় সিভিল সার্জন। পাশাপাশি মন্ত্রী শারিরীক ও মানসিকভাবে সুস্থতার কথাও জানান তিনি।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, গতকালকের ৯ জন সহ এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৬ জনে। সদর হাসপাতালে চিকিৎসাধীন শনাক্ত রোগী আছে ছয়জন। উপসর্গ থাকা নমুনা সংগ্রহ করা রোগী আছে চারজন। সুস্থ হয়েছে ১৪ জন করোনা রোগী।

এদিকে মন্ত্রীর একান্ত সহকারী সাদেক হোসেন চৌধুরী জানিয়েছেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংকে উন্নত চিকিৎসার জন্য রোববার (৭ জুন) সকাল ১০ টায় সেনাবাহিনীর হেলিকপ্টারে করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যাওয়া হবে।

বান্দরবান সদর হাসপাতালের করোনা ইউনিটের প্রধান ডা. প্রত্যুষ পাল এর তথ্যমতে, বান্দরবন সদরে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীসহ পাঁচজন, রুমায় তিনজন ও নাইক্ষ্যংছড়িতে একজন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। শনাক্ত রোগীদের মধ্যে চার ধরনের ক্যাটাগরি রয়েছে। ক্রিটিক্যাল রোগীরা ছাড়া অন্যরা বাসায় চিকিৎসাসেবা নিতে পারে। মন্ত্রী নিজ বাসাতেই চিকিৎসা নিচ্ছে বলে জানা গেছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *