এশিয়ান ইউনিভার্সিটির ৭ প্রোগ্রামে ভর্তিতে নিষেধাজ্ঞা দিয়েছে ইউজিসি

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) পর্যাপ্ত শিক্ষক না থাকার কারণে এশিয়ান ইউনিভার্সিটির পাঁচটি বিভাগের সাতটি প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তিতে নিষেধাজ্ঞা দিয়েছে। বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রারকে ইউজিসির বেসরকারী বিশ্ববিদ্যালয় বিভাগ থেকে এ বিষয়ে একটি চিঠি পাঠানো হয়েছে।

ইউজিসির নিষেধাজ্ঞা দেয়া প্রোগ্রামগুলো হলো- বিএ (অনার্স) ইন বাংলা, এমএ ইন বাংলা, এমএসএস ইন ইনফরমেশন সায়েন্স এ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট, বিএ (অনার্স) ইন ইসলামিক হিস্ট্রি এ্যান্ড সিভিলাইজেশন, এমএ ইন ইসলামিক হিস্ট্রি এ্যান্ড সিভিলাইজেশন, বিএড ও এমএড।

ইউজিসির পাঁচ সদস্যবিশিষ্ট একটি কমিটি গত বছরের নভেম্বরে এশিয়ান ইউনিভার্সিটি পরিদর্শনে যান। পরিদর্শক দল সরেজমিন তদন্ত ও সংশ্লিষ্ট তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে এশিয়ান ইউনিভার্সিটির বিষয়ে একটি প্রতিবেদন জমা দেয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *