ওয়ানডে দলে ফিরতে পারবেন মমিনুল?

টাইগারদের টেস্ট দলের কাপ্তান মমিনুল হক সৌরভ। দেশের মাটিতে আলো ছড়িয়েছেন টেস্ট ক্রিকেটে, পরিচিত হয়েছেন বাংলার ব্রাডম্যান নামে। টেস্টে ৪০ ম্যাচের ৭৪ ইনিংসে ৪০.৮৫ গড়ে রান করেছেন ২৮৬০। আছে ১৩ টি অর্ধশতক এবং ৯ টি শতক।

দেশের হয়ে প্রথম আন্তর্জাতিক ওয়ানডে খেলেন ২০১২ সালের ৩০ নভেম্বর ওয়েস্ট ইন্ডিজ এর বিরুদ্ধে এবং সর্বশেষ ওয়ানডে খেলেন ২০১৮ সালের ২৬ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে। ২৮ টি আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচে ২২.২৮ গড়ে রান করেছেন ৫৫৭। আছে ৩ টি অর্ধশতক নেই কোনো শত রানের ইনিংস। সে সময়ের টাইগারদের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের সময়ে ওয়ানডে দল থেকে বাদ পড়েন তিনি।

সম্প্রতি মমিনুল জানান তিনি সব ফরম্যাটেই খেলতে ইচ্ছুক। কিন্তু বিসিবি প্রেসিডেন্টস কাপে তার পারফরম্যান্স কি সেই কথা বলে? ৪ ম্যাচ খেলে ১৪ গড়ে রান করেছেন মোটে ৫৬। ক্রমান্বয়ে তার ইনিংস গুলো ছিলো ০,৩৯,৪,১৩ রানের। পুরো টুর্নামেন্টে ব্যার্থতার চাদরেই মুড়িয়ে রেখেছিলেন নিজেকে।

ওয়ানডে ম্যাচে তার অফ ফর্মে থাকা, ওয়ানডে দলে জায়গা না পাওয়ারই ইঙ্গিত করে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *