করোনাভাইরাসে আক্রান্ত কুড়িগ্রামের এমপি মতিন

কুড়িগ্রাম-৩ উলিপুর আসনের ক্ষমতাসীন দলের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন করোনায় আক্রান্ত হয়েছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুভাষ চন্দ্র সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যায় পাওয়া রিপোর্টে তিনি করোনা পজিটিভ বলে নিশ্চিত হয়েছেন।

জানা গেছে, কয়েকদিন ধরে সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন করোনা উপসর্গ জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। পরে ৩০ জুলাই উপজেলা স্বাস্থ্য বিভাগ তার নমুনা সংগ্রহ করেন। এরপর শুক্রবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবের ফলাফলে তার করোনা পজেটিভ রিপোর্ট আসে।

শনিবার বিকালে তিনি উন্নত চিকিৎসার জন্য এ্যাম্বুলেন্স যোগে ঢাকার উদ্দেশে রওনা হন বলে দলীয় সূত্রে জানা গেছে।

এদিকে করোনা পজিটিভ রিপোর্ট পাওয়ার পর শুক্রবার (৩১ জুলাই) রাতে নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, “দোয়া চাই সকলের। ভাই ও বন্ধুগণ। আমি চেষ্টা করেছি স্বাস্থ্যবিধি মেনে সাবধানে চলাফেরা করতে। কিন্তু তারপরও শেষ রক্ষা হলো না। দুস্থ মানুষের মুখে এখনও হাসি ফোটানোর বাকি। আমার জন্য সবাই দোয়া করবেন, যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আপনাদের কাছে ফিরে আসতে পারি। একজন শেখ হাসিনাই এদেশের নিরাপত্তা এবং মঙ্গলের প্রতীক। প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন এদেশের গরিব দুঃখী ও অসহায় মানুষের জন্য তাকে দীর্ঘকাল সুস্থ রাখেন, দীর্ঘায়ু দান করেন। এ আঁধার কেটে গিয়ে আলো ফুটবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। ঈদ মোবারক।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, শনিবার পর্যন্ত এ উপজেলায় নমুনা সংগ্রহ করা হয়েছে প্রায় ৫শ জনের। এরমধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৫৫জন। সুস্থ্ হয়েছেন ৩৮ জন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *