করোনাভাইরাসে চরম দরিদ্রতার মুখে পড়তে পারে সাড়ে ১১ কোটি মানুষ

বাংলাদেশসহ
ছবি: সংগৃহিত

মহামারি করোনাভাইরাসের কারণে বিশ্ব অর্থনীতি মুখ থুবড়ে পড়ার কারণে এ বছর প্রায় সাড়ে ১১ কোটি মানুষ চরম দরিদ্রতার মুখে পড়তে পারে বলে সতর্ক করেছে বিশ্বব্যাংক।

বুধবার (৭ অক্টোবর) এমন সতর্ক বার্তা দিয়েছে বিশ্বব্যাংক।খবর এএফপি’র।

বিশ্বব্যাংক এর আগে এমনকি আগস্ট মাসেও যে ধারণা দিয়েছিল-এ সংখ্যা তার চেয়ে অনেক বেশি। তখন বিশ্বব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছিল কোভিড-১৯ এর কারণে বিশ্বব্যাপী ১০ কোটি মানুষ হতদরিদ্র হতে পারে।

ব্যাংকটির নতুন প্রতিবেদনে আরো বলা হয়, ২০২১ সাল নাগাদ প্রায় ১৫ কোটি মানুষের প্রাত্যহিক জীবনযাত্রার ব্যয় ১.৯০ ডলারের নিচে নেমে যেতে পারে।

বিশ্বব্যাংক প্রেসিডেন্ট ডেভিড মালপাস এক বিবৃতিতে বলেন, ‘মহামারি ও বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কারণে বিশ্বের মোট জনসংখ্যার ১.৪ শতাংশ চরম দরিদ্রতার মুখে পড়তে পারে বলে ধারণ করা হচ্ছে।’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *