করোনার উপসর্গ কাটিয়ে উঠছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

ফাইল ছবি

করোনা ভাইরাসে আক্রান্ত পার্বত্য চটগ্রাম বিষয়ক  মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং  ভালো আছেন  ধীরে ধীরে করোনার উপসর্গ কাটিয়ে  উঠছেন তিনি। জ্বর  কাশিও অনেকটা কমে এসেছে

করোনা আক্রান্ত হলেও মন্ত্রী  মানসিকভাবে শক্ত আছেন বলে জানান মন্ত্রীর সহকারি একান্ত সচিব সাদেক হোসেন চৌধুরী।

গত ৬ জুন করোনা সনাক্ত  হলে ৭ জুন  সকালে বিমান  বাহিনীর  হেলিকপটারে  তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সম্মিলিত হাসপাতাল ( সিএমএইচ)  এ ভর্তি করানো হয়।

মন্ত্রীর সহকারি একান্ত সচিব সাদেক হোসেন চৌধুরী  জানান, সিএমএইচের করোনা  ইউনিটে  বিশেষজ্ঞ   চিকিৎসকদের তত্বাবধানে চিকিৎসা  নিচ্ছেন চটগ্রাম বিষয়ক  মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।এই মুহূর্তে তাঁর নতুন  করে অন্য কোন শারীরিক  জটিলতা নেই।  সব কিছুই  নিয়ম মোতাবেক চলছে।  তিনি চিকিৎসকের  গাইডলাইন অনুসরণ করছেন।  পুরোপুরি  সুস্থ  না  হওয়া  পর্যন্ত  তাঁকে হাসপাতালেই  থাকতে হবে।

আরও পড়ুন: মোহাম্মদ নাসিম আর নেই

তাঁর সুস্থতার জন্য পরিবার ও সর্বসাধারণের কাছ থেকে দোয়া ও আশীর্বাদ চেয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *