করোনায় মারা গেলেন রাষ্ট্রপতির ছোট ভাই আব্দুল হাই

ছবি: সংগৃহিত

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ছোট ভাই ও সহকারী একান্ত সচিব আবদুল হাই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত দেড়টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি মারা যান।

আবদুল হাইয়ের ভাগ্নে আবুল খায়ের উজ্জ্বল সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মুক্তিযোদ্ধা আবদুল হাই কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বীর মুক্তিযোদ্ধা আবদুল হক সরকারি কলেজের সাবেক সহকারী অধ্যাপক। তিনি পরিবার নিয়ে ঢাকায় বসবাস করছিলেন।

করোনার উপসর্গ দেখা দিলে ২ জুলাই নমুনা পরীক্ষা করান তিনি। এতে তার রিপোর্ট পজিটিভ আসে।

আরও পড়ুন: ঢাবির সাবেক ভিসি অধ্যাপক এমাজউদ্দিন আহমদ আর নেই

এরপর ৫ জুলাই তাকে সিএমএইচের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়। পরে তাকে আইসিইউতে নেওয়া হয়।

এর আগে আবদুল হাইয়ের ছেলে ব্যবসায়ী সাইফ মো. ফারাবি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। তবে তিনি সুস্থ হয়ে উঠেছেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *