করোনা নিয়ে জাভেদ ওমর সম্পর্কে ভুল তথ্য ভাইরাল; তামিমের দুঃখ প্রকাশ

সাবেক এবং বর্তমান ক্রিকেটারদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রতিদিনই লাইভ অনুষ্ঠান করছেন বাংলাদেশ জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল। এরই মধ্যে নিজের সাবলীল উপস্থাপনায় চমৎকার এ লাইভগুলোর মাধ্যমে তিনি এখন ক্রিকেটপ্রেমী মানুষের মনোযোগের কেন্দ্রবিন্দেুতে। গতরাতে তার লাইভে অংশ নেন দেশের সাবেক তিন ক্রিকেটার হাবিবুল বাশার সুমন, নাঈমুর রহমান দুর্জয় এবং খালেদ মাহমুদ সুজন।

এ লাইভেই বিভিন্ন বিষয়ে কথা বলতে বলতে জাভেদ ওমরের প্রসঙ্গ উঠে আসলে তিনি ‘করোনা পজিটিভ’ বলে তারা মজা করেন। কিছুক্ষণের মধ্যেই এ খবরটি ছড়িয়ে যায়।

ফেইসবুকে তামিম ইকবালের স্ট্যাটাস

পরে বিষয়টি বুঝতে পেরে নিজের অফিসিয়াল ফেসবুক পেইজে একটি স্ট্যাটাসে দুঃখপ্রকাশ করেন তামিম। তিনি লেখেন, ‘জাভেদ ওমর বেলিম ভাইয়ের কাছে দুঃখ প্রকাশ করছি। আজকে ফেইসবুক লাইভে সাবেক তিন অধিনায়কের সঙ্গে আড্ডার সময় আমরা বলেছিলাম যে, জাভেদ ভাই কোভিড-১৯ পজিটিভ হয়েছেন। আসলে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল, ভুল তথ্য পেয়েছিলাম আমরা। জাভেদ ভাইয়ের সঙ্গে আমার কথা হয়েছে, উনি পুরোপুরি সুস্থ আছেন। সবার কাছে আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।’

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *