কষ্টের জয়ে শীর্ষে ফিরলো বার্সা

 

ছবিঃ গোল ডট কম

ইভান রাকিতিচের একমাত্র গোলে লা লিগায় আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে কঠিন জয়ে শীর্ষে ফিরলো বার্সেলোনা।

মঙ্গলবার রাতের ন্যূ ক্যাম্পের লড়াইটা ছিলো বার্সার জন্য খুবই চ্যালেঞ্জের। ১-০ গোলের ব্যবধানে সে চ্যালেঞ্জ  জিতে নিয়েছে কিকে সেতিয়েনের দল।

ম্যাচের প্রথম সুযোগটা পায় চলতি মৌসুমে বার্সেলোনাকে দুবার হারানো অ্যাতলেটিক বিলবাও। তৃতীয় মিনিটের  উনাই লোপেসের নিচু ক্রস ঝাঁপিয়ে সে সুযোগ ব্যর্থ করে দেন কাতালানদের তিন কাটির বিশ্বস্ত প্রহরী জার্মান গোল রক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেন। পরের মিনিটেই সুযোগ আসে বার্সেলোনার সামনে। বিপজ্জনক জায়গা থেকে লুইস সুয়ারেস ঠিকমতো শট নিতে পারলে বার্সেলোনা এগিয়ে যেতে পারতো তখন।

বরাবরের মতো বল নিয়ন্ত্রণে স্বাগতিকরা এগিয়ে থাকলেও সুযোগ তৈরিতে এগিয়ে ছিল বিলবাও। সফরকারীদের রক্ষণ ছিল দুর্দান্ত। দারুণ চেষ্টা করেও জমাট রক্ষণ ভাঙতে পারেননি লিওনেল মেসি, আঁতোয়ান গ্রিজমান।

৬২ মিনিটে মেসির ফ্রি কিকে সুযোগ পান আর্তুরো ভিদাল। কিন্তু বলে ঠিকমতো পা ছোঁয়াতে পারেননি তিনি। খানিক পর মেসির ক্রসে আরেকটি সুযোগ নষ্ট করেন চিলিয়ান এই মিডফিল্ডার। বল ক্লিয়ার করতে পারেনি বিলবাও। মেসির কাছ থেকে বল পেয়ে বুলেট গতির শটে জাল খুঁজে বদলি হিসেবে মাঠে নামা ক্রোয়েশিয়ান রাকিতিচ।

এক বছরের বেশি সময় পর জালের দেখা পেলেন ক্রোয়াট এই মিডফিল্ডার। ৭১ মিনিটের এই গোলে বিলবাওয়ের বিপক্ষে গোল খরা কাটাল বার্সেলোনা।

কষ্টের জয়ে ম্যাচ শেষ হতে না হতে শুরু হয় মেসির জন্মদিন। রাকিতিচ অধিনায়ককে দিলেন দারুণ আগাম উপহার।

৩১ ম্যাচে ২১ জয় ও ৫ ড্রয়ে ৬৮ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিরেছে বার্সেলোনা। মায়োর্কার বিপক্ষে বুধবার জিতলেই শীর্ষে ফিরবে রিয়াল মাদ্রিদ। ৩০ ম্যাচে দলটির পয়েন্ট ৬৫।

উল্লেখ্য, ২০১৮ সালের মার্চের পর এই প্রথম বিলবাওয়ের বিপক্ষে জিতল লিওনেল মেসির বার্সেলোনা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *