কসোভোর এমপি ‘আমি মুহাম্মাদকে (সা.) ভালোবাসি’ লেখা মাস্ক পরে সংসদ অধিবেশনে

দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ কসোভোর সংসদ সদস্য ইমান আর রহমানি মহানবী (সা.)-এর অবমাননার প্রতিবাদে ‘আমি মুহাম্মাদকে (সা.) ভালোবাসি’ লেখা মাস্ক পরে সংসদ অধিবেশনে অংশ নিয়েছেন। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির খবরে জানানো হয় সেলফ ডিটারমিনেশন মুভমেন্ট দলের এই সংসদ সদস্য গতকাল রোববার কসোভো সংসদের সাধারণ অধিবেশনে অংশ নেন।

আর রহমানি এমন মাস্ক পরিধান করার দুটি কারণ উল্লেখ করে বলেন, ফ্রান্সে নিযুক্ত কসোভার রাষ্ট্রদূত ক্যান্ড্রিম গাসি মহানবী মুহাম্মাদ (সা.)-এর ব্যঙ্গচিত্র সম্বলিত একটি অগ্রহণযোগ্য প্রতিবেদন বিতরণ করেছেন। কিন্তু আমাদের প্রতিষ্ঠান তার এ কাজের কোনো প্রতিবাদ করেনি। আমার দ্বিতীয় উদ্দেশ্য হলো, একথার জানান দেওয়া যে আমরা এখন মহানবী (সা.)-এর জম্মের মাস অতিবাহিত করছি।

তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে মাস্ক পরিহিত নিজের ছবি প্রকাশ করে তিনি ক্যাপশনে লিখেন, প্রশান্তি ও কোমলতার সঙ্গে প্রতিবাদ। অবজ্ঞা বা অবমাননা করো না। মহানবী মুহাম্মাদ (সা.) মানবজাতির মুক্তির দূত।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *