কুড়িগ্রামে কমিটি জটিলতায় মসজিদে তালা, নামাজ বঞ্চিত মুছল্লীরা

কুড়িগ্রাম সদরের আরকে রোড সংলগ্ন দাশেরহাট আরডিআরএস বাজার জামে মসজিদের দরজায় তালা লাগানোর ঘটনাকে কেন্দ্র করে উত্তজনা দেখা দিয়েছে সাধারন মুসল্লীদের মাঝে।

এলাকাবাসীরা জানান- গত প্রায় ১৫ দিন আগে ওই মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুস সালাম বকসী মারা যান। গতকাল আশুরার দিন বাদ এশা মিলাদ মাহফিল শেষে উপস্থিত মুসল্লীগন আলহাজ্ব বেলাল হোসেনকে সভাপতি এবং মমিনুর ইসলামকে সেক্রেটারী করে একটি খসরা কমিটি উপস্থাপন করায় আশুরার দিন রাতেই বিগত কমিটির সাবেক সেক্রেটারী মোঃ খবির উদ্দিন মন্ডল উত্তেজিত হয়ে মসজিদের মাইকের তার ও অন্যান্য সরঞ্জাম খুলে নিয়ে মসজিদটির মুল ভবনের দু’টি দরজায় তালা লাগিয়ে দেন। আর একটি দরজার ভেতর থেকে হ্যাজবল দ্বারা বন্ধ করেন। আজ সোমবার (৩১ আগষ্ট) মুসল্লীগন ওই মসজিদের ভেতরে ফজর এবং জোহরের নামাজ আদায় থেকে বঞ্চিত হোন।

এ ব্যাপারে মসজিদের সাবেক সেক্রেটারী মোঃ খবির উদ্দিন মন্ডল মসজিদে তালা লাগানোর বিষয়টি অকপটে স্বীকার করে বলেন- যেহেতু কমিটি গঠন নিয়ে জটিলতার সৃষ্টি হয়েছে, সেহেতু আমি মোয়াজ্জিনকে মসজিদে তালা লাগানোর নির্দেশ দিয়েছি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *