কোরবানির পশুর হাটে “নিরাপদ নোয়াখালী চাই” এর সচেতনামূলক ক্যাম্পেইন

নিরাপদ নোয়াখালী চাই সুবর্ণচর শাখার উদ্যেগে কোরবানির হাটে করোনা সচেতনামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

কোরবানির ইদের আর মাত্র কয়েকদিন বাকি। পবিত্র ইদুল আজহাকে কেন্দ্র করে গড়ে ওঠেছে দেশের বিভিন্ন প্রান্তে পশুর হাট। তবে অন্য বছরের ইদের তুলনায় এবার কোরবানির ইদে নতুন করে যোগ হয়েছে করোনাভাইরাসের আতঙ্ক। আর এই করোনাভাইরাস থেকে সাধারণ মানুষ কে বাঁচাতে মহামারীর প্রথম থেকে মাঠে সচেতনামূলক ক্যাম্পেইন করে যাচ্ছে বৃহত্তর নোয়াখালী জনপ্রিয় সংগঠন “নিরাপদ নোয়াখালী চাই”।

ইতোমধ্যে এই সংগঠনটি শুধু বাড়িতে নয়,হাঠে, বাজারে,চায়ের দোকানে,পাড়া মহল্লায় কিংবা গ্রামে গঞ্জে নয়,এবার সাধারণ মানুষ করোনা সচেতনা তৈরির লক্ষ্য বিভিন্ন সচেতনতা ক্যাম্পেইন করছে নোয়াখালী জেলার বিভিন্ন পশুর হাটে।সংগঠনের সেচ্ছাসেবকেরা বিভিন্ন পশু বাজারে গিয়ে বিনামূলে মাস্ক বিতরন করে এবং বাজারের ক্রেতা বিক্রেতাদের করোনা সম্পর্কে সচেতনা তৈরি করে।

গরু বাজারে ক্রেতা বিক্রেতাদের শতভাগ মাস্ক নিশ্চিত করণের মাধ্যমে তাদেরকে বৈশ্বিক ভয়াবহতা সম্পর্কে সচেতন করেন। আর এই ক্যাম্পেইনের নেতৃত্ব দিচ্ছেন নিরাপদ নোযাখালী চাই সংগঠনের সম্মানিত প্রতিষ্ঠাতা চেযারম্যান জনাব, এম সাইফুর রহমান রাসেল।তিনি বলেন,যতই দিন যাচ্ছে ততই মানুষ গুলো অসচেতন হয় পড়ছে।বিশেষ করে পশুর হাটে ক্রেতা বিক্রেতাদের মধ্য প্রতি ১০ জনের মধ্যে ৪ জনের মুখে মাস্ক নেই।আমরা চেষ্টা করছি ক্রেতা বিক্রেতাদের শতভাগ মাস্ক পরিধান নিশ্চিত করতে।ইনশাল্লাহ্,আমাদের এই ক্যাম্পেইন পশুর বাজারের শেষদিন পর্যন্ত চলবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *