খাগড়াছড়ির রামগড়ে রেড ক্রিসেন্টের ত্রাণ বিতরণ

খাগড়াছড়ির রামগড়ে মহামারি করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।
বুধবার  (১০ এ জুন) রামগড়  প্রেসক্লাব প্রাঙ্গনে এ  ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।  ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, ভোজ্য তেল, লবন, সুজি ও চিনি।
ত্রাণ বিতরণ শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কার্বারী ত্রিপুরা  করোনার এ দুর্যোগকালে রামগড়ে  দরিদ্র মানুষের সহায়তায় ত্রাণ সামগ্রী বিতরণ করায়  বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে  ভবিষ্যতেও এ  ধরণের মানবিক  সহায়তা  অব্যাহত রাখতে  সংস্থাটির প্রতি অনুরোধ  জানান।
রামগড় পৌরসভার  মেয়র মোহাম্মদ শাহ জাহান কাজী রিপন বৈশ্বিক মহামারি করোনা মোকাবিলায়  কর্মসূচিটির প্রশংসা করে বলেন,  বিভিন্ন দুর্যোগকালে রেড ক্রিসেন্ট সোসাইটি বরাবরই  মানবিক ভুমিকা রেখে আসছে। তিনি খাগড়াছড়ি জেলার ৬টি উপজেলায় পরিচালিত  ‘ইকোসেফ’ প্রকল্প  রামগড়েও চালু করার জন্য রেড ক্রিসেন্ট সোসাইটির  সংশ্লিষ্ট দায়িত্বশীলদের প্রতি জোর দাবি জানান।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য বিশিষ্ট সমাজসেবক মংপ্রু চৌধুরী। তিনি  রামগড়ে  রেড ক্রিসেন্টের কার্যক্রম আরও  সম্প্রসারিত করার দাবী জানান।
অনুষ্ঠানে রামগড়  ইউনিয়ন পরিষদের  সাবেক চেয়ারম্যান  মুজিবুর রহমান,  খাগড়াছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক  আবু তাহের মুহাম্মদ , রামগড়  পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর  মোঃ আহসান উল্যাহ, মহিলা কাউন্সিলর মিসেস  কনিকা বড়ুয়া, রামগড় প্রেসক্লাবের সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিন লাভলু,  সাংবাদিক শুভাশিস দাশ,  ফয়েজ আহমেদ মিলন,  বাহার উদ্দিন, এমদাদ খান প্রমুখ উপস্থিত ছিলেন।
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *