খুলনায় চিকিৎসা নিয়ে কোন ধরনের প্রতারণা চলবে না : কেসিসি মেয়র

ছবি: সংগৃহিত

করোনা ভাইরাস প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবকিছু করে যাচ্ছেন। তাই খুলনায় চিকিৎসা নিয়ে কোন ধরনের প্রতারণা ও ছিনিমিনি না হয় সে দিকে সবার খেয়াল রাখতে হবে । 

সোমবার (১৩ জুলাই) দুপুরে নগর ভবন সম্মেলনকক্ষে বিভিন্ন স্বাস্থ্যসুরক্ষার সরঞ্জাম হস্তান্তরকালে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র তালুকদার আব্দুল খালেক এসব কথা বলেন।

স্বাস্থ্যসুরক্ষার সরঞ্জাম গ্রহণকালে সিটি মেয়র আরো বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের পাশাপাশি যার যার অবস্থান থেকে কাজ করতে হবে। এ দুর্যোগে যার যার সুরক্ষা তারই হাতে। সরকার দেশের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে।

আরও পড়ুন: ইদে সরকারি কর্মচারিদের থাকতে কর্মস্থলেই, বাড়ছে না ছুটি

এ সময় উপস্থিত ছিলেন কেসিসির চিফ প্লানিং অফিসার ও প্রকল্পের সদস্য সচিব আবির-উল-জব্বার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আবদুল্লাহ, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের টাউন ম্যানেজার মো. মোস্তফা মিয়া প্রমুখ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *