গাজীপুর হতে রৌমারীতে আসা গৃহবধুর করোনা উপসর্গ নিয়ে মৃত্যু

কুড়িগ্রামের রৌমারী উপজেলার পাখিউড়া এলাকায় সাবিনা আক্তার (২৪) নামে এক গৃহবধু জ্বর, শ্বাসকষ্ট, সর্দি ও মাথাব্যাথা নিয়ে মৃত্যুবরন করেছেন।

বুধবার (১ জুলাই) সকাল সাড়ে ১০টায় ওই গৃহবধুর মৃত্যু হলে স্থানীয় লোকজন উপজেলা স্বাস্থ্য বিভাগকে জানালে উপজেলা স্বাস্থ্য বিভাগ ওই মহিলার করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে।

নিহত সাবিনা আক্তার উপজেলার চরশৌলমারী ইউনিয়নের পাখিউড়া গ্রামের আব্দুল রশিদের মেয়ে। গত ২৫ জুন গাজীপুর থেকে সে গ্রামের বাড়িতে আসে।

রৌমারী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোমেনুল ইসলাম জানান, জ্বর, শ্বাসকষ্ট, সর্দি ও মাথাব্যাথা নিয়ে ওই গৃহবধুর মৃত্যুর খবর জানতে পেরে আমরা তার নমুনা সংগ্রহের পাশাপাশি পরিবারের আরো দুই সদস্যের নমুনা সংগ্রহ করেছি।

আরও পড়ুন: নিজের মেয়েদের হত্যার পর আত্মহত্যার চেষ্টা এক বাবার

উল্লেখ্য, করোনা উপসর্গ নিয়ে ইতিমধ্যে নুরপুর এলাকায় সাবিহা (৩৮) নামের অপর একজনের মৃত্যু হয়েছে। এনিয়ে রৌমারীতে করোনা উপসর্গ নিয়ে মৃত্যের সংখ্যা দুইজন। এছাড়া তিনজন ব্যক্তি করোনা আক্রান্ত হয়ে রৌমারী হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *