গোপালগঞ্জে চিকিৎসকসহ আরও ৩৪ জন করোনায় আক্রান্ত

ফাইল ছবি

গোপালগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন করে এক চিকিৎসকসহ ৩৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ১৩৪২ জনে।

বৃহস্পতিবার(২৩ জুলাই) সকালে গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এ তথ্য জানান।

তিনি জানান, নতুন করে গোপালগঞ্জ সদরে ১০ জন, টুঙ্গিপাড়ায় ৫ জন, কোটালীপাড়ায় ১১ জন, কাশিয়ানীতে ৫ জন ও মুকসুদপুরে ৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

সিভিল সার্জন জানান, আক্রান্তদের বসতবাড়িসহ আশপাশের বেশ কয়েকটি বাড়িঘর লকডাউন করা হয়েছে। সেই সাথে আক্রান্তদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকার পারমর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: করোনা উপসর্গ নিয়ে কুমেক হাসপাতালে এক দিনে ৬ মৃত্যু

তিনি আরও জানান, এ পর্যন্ত ৬৯২০ টি নমূনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জ সদরে ৪২৫ জন, টুঙ্গিপাড়ায় ২২২ জন, কোটালীপাড়া উপজেলায় ২১৩ জন, কাশিয়ানীতে ২৩৯ জন ও  মুকসুদপুরে ২৪৩  জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী রয়েছেন ১০৩ জন।
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *