গোয়ালঘরে আগুনে পুড়ে ৭ গরুর মৃত্যু

আগুন
আগুন
ছবি: সংগৃহিত

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় এক কৃষকের গোয়ালঘরে আগুনে পুড়ে মারা গেছে সাতটি গরু।

মঙ্গলবার (৩ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের সুকদেব গ্রামে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত পরিবার সূত্র জানায়, ওই গ্রামের বাবলু মিয়ার গোয়ালঘরে দিবাগত রাত দেড়টার দিকে আগুন লাগে।

মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ঘর থেকে গোয়ালঘরে ছড়িয়ে পড়ে। এতে গোয়ালঘরে থাকা ৯ গরুর মধ্যে ৭টি গরু পুড়ে মারা যায়। দুটি গরুর অবস্থাও আশঙ্কাজনক।

বাড়ির মালিকের আত্মচিৎকারে এলাকাবাসীরা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে।

খবর পেয়ে কুড়িগ্রাম থেকে ফায়ার সার্ভিসের লোকজন এসে এলাকাবাসীর সহযোগিতায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

আরও পড়ুন: বিদেশি ভাষার চলচ্চিত্র আলোচনা

এতে প্রায় সাত লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি।

তবে অনেকে ধারণা, কয়েলের আগুন থেকে এ ঘটনা ঘটতে পারে।  ক্ষতিগ্রস্ত পরিবারটির ধারণা, শত্রুতাবশত কেউ হয়তো আগুন লাগিয়ে দিতে পারে।

বিদ্যানন্দ ইউনিয়নের চেয়ারম্যান তাইজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *