চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১১ চিকিৎসকের করোনা শনাক্ত

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১১ জন চিকিৎসকের করোনা শনাক্ত হয়েছে। শুক্রবার (২৯ মে) রাতে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি নিয়মিত ব্রিফিংয়ে এ বিষয়ে নিশ্চিত করেছেন।

এই ১১ চিকিৎসকের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজের শীর্ষস্থানীয় এক শিশুরোগ বিশেষজ্ঞসহ রয়েছেন গাইনি ইউনিটের ৫২ বছর বয়সী এক নারী চিকিৎসকও। দামপাড়া পুলিশ লাইনের এক ৪৯ বছর বয়সী চিকিৎসকও আক্রান্ত হওয়ার খবর জানা যায় চট্টগ্রামের প্রধান দুটি ল্যাব সীতাকুণ্ডের বিআইটিআইডি ও চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবের রিপোর্ট পর্যালোচনায়।

তাছাড়া আরও যেসব চিকিৎসক করোনায় আক্রান্ত হলেন, তাদের মধ্যে রয়েছেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালে কর্মরত এক ৩৮ বছর বয়সী চিকিৎসক, লালখানবাজারের বাসিন্দা এক ৩৭ বছর বয়সী চিকিৎসক, মেহেদিবাগের বাসিন্দা এক ৫১ বছর বয়সী চিকিৎসক, পতেঙ্গার বাসিন্দা ২৬ বছর বয়সী এক চিকিৎসক, পাঁচলাইশের বাসিন্দা ৩৩ ও ৩৫ বছর বয়সী দুজন চিকিৎসক, চট্টগ্রাম মেডিকেলের এক ৪২ বছর বয়সী চিকিৎসক, খুলশীর বাসিন্দা এক ২৬ বছর বয়সী চিকিৎসক এবং পাঠানটুলীর বাসিন্দা এক ২৭ বছর বয়সী চিকিৎসক।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *