চন্দ্রাভিযানে প্রথম নারী

১৯৬৯ সালের ২০ জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাপোলো-১১ মিশনটির মাধ্যমে চাঁদে প্রথমবারের মতো কোনো মানুষ পদার্পণ করেছিল। আর তিনি হচ্ছেন নীল আর্মস্ট্রং পুরো নাম নীল এল্ডেন আর্মস্ট্রং। মার্কিন মহাকাশচারী নীল আর্মস্ট্রং প্রথম কোনো মানুষ হিসেবে চাঁদের গায়ে নিজের পদচিহ্ন এঁকে দেন। আবার প্রায় পাঁচদশক পর এই প্রথম চাঁদে পা পড়বে এক নারীর।

জার্মান বার্তাসংস্থা ডয়েচে ভেলে, এক প্রতিবেদনে এই খবরটি জানিয়েছেন। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানায়, সবকিছু পরিকল্পনা অনুসারে গেলে এই ঐতিহাসিক মুহূর্তটি  আসবে ২০২৪ সালে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানায়, চাঁদের সাউথ পোলে নামবে এবার চন্দ্রযান। এই চন্দ্রাভিযানের নাম দেয়া হয়েছে আর্টেমিস। প্রকল্পটি সম্পন্ন হবে কয়েকটি ধাপে । এর মূল বৈশিষ্ট্য হচ্ছে, চাঁদে প্রথমবারের মতো কোন  নারী পা রাখতে যাচ্ছেন এবং চাঁদের সাউথ পোলে গিয়ে পরীক্ষার কাজ চালানোর মাধ্যমে বিভিন্ন তথ্য সংগ্রহ করা।

অভিযান সম্পর্কে নাসা কর্তৃপক্ষ আরও জানান, ”আমরা আবার চাঁদে যাচ্ছি বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষার জন্য। নতুন কিছু বৈজ্ঞানিক তথ্য আবিষ্কারের জন্য। নতুন প্রজন্মের অভিযাত্রীরা এই অভিযান থেকে প্রেরণা পাবেন বলে আমরা আশাবাদী ”।

এই প্রকল্পের জন্য মার্কিন কংগ্রেসকে ২,৮০০ কোটি টাকা অনুমোদন করতে হবে। নাসা আরও জানিয়েছে, এই বড়দিনের মধ্যেই মার্কিন কংগ্রেসকে ৩২০ কোটি ডলারের অনুমোদন দিতে হবে। তারপরেই কাজ শুরু হয়ে যাবে। ল্যান্ডিং মডিউলের জন্যই লাগবে ১৬০ কোটি ডলার।”

 

চন্দ্রাভিযানে এই প্রথম কোনো নারী নাম লিখাতে যাচ্ছেন যা নিঃসন্দেহে মানবসভ্যতাকে  আরও উন্নত হতে সহায়তা করবে এবং এই পৃথিবীকে আরেক ধাপ কাছে নিয়ে যাবে চন্দ্রের।

 

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *