চাঁদপুরে বিপদসীমার উপর দিয়ে মেঘনার পানি; ক্ষতিগ্রস্ত শহর রক্ষা বাঁধ 

ছবি: মর্নিং নিউজ বিডি

চাঁদপুরে মেঘনার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত কয়েকদিনের বৃষ্টি ও উজান থেকে বয়ে আসা ঢলের পানিতে নদীর পানি প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে বলেও জানায় স্থানীয়রা।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, নদীর পানি গত কয়েকদিন ধরে বিপদসীমার প্রায় ৩৫ সে.মি উপরে দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে গত কয়েকদিন যাবত নদীর পানি বৃদ্ধিতে ক্ষতিগ্রস্ত হয়েছে চাঁদপুর শহররক্ষা বাঁধ। শহরের পুরানবাজার হরিসভা সংলগ্ন বাঁধে ভাঙ্গন দেখা দিয়েছে। ভাঙন ঠেকাতে এরই মধ্যে পাউবোর পক্ষ থেকে বালিভর্তি জিও ব্যাগ ফেলা হয়েছে।

এছাড়া গত কয়েকদিনের পানি বৃদ্ধিতে জেলার নিম্নাঞ্চল বিশেষ করে চরাঞ্চল প্লাবিত হবার ঘটনাও ঘটেছে।সদর উপজেলার হানারচর ও ইব্রাহিমপুরেও নদীভাঙ্গন দেখা দিয়েছে। নদীভাঙ্গনের ফলে বেশকিছু ফসলি জমি বিলীন হয়ে গেছে।

পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা জানান, তারা বিরূপ পরিস্থিতির মধ্যেও কাজ চালিয়ে যাচ্ছেন।

সরেজমিনে দেখা যায় বৃষ্টিবিঘ্নিত পরিস্থিতিতেও পাউবোর কর্মকর্তারা বাঁধ রক্ষা কাজের তদারকি করছেন।

আরও পড়ুন: নোয়াখালীতে নৌকাডুবির ঘটনায় তিন জেলে নিহত

প্রসঙ্গত চাঁদপুর শহরটি পদ্মা-মেঘনা-ডাকাতিয়া নদীর মোহনায় অবস্থিত হওয়ার কারণে শহরটি ভাঙ্গনের হুমকির মধ্যে থাকে। তাই বর্ষাকালে পানি বৃদ্ধিতে প্রায়ই শহররক্ষা বাঁধে ভাঙ্গন দেখা যায়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *