চাঁদে চীনের ‘চ্যাঙ’ই-৫’

চাঁদে সফলভাবে অবতরণ করেছে চীনের মহাকাশযান ‘চ্যাঙ’ই-৫’।

চীনের স্থানীয় সময় মঙ্গলবার এটি চাঁদে অবতরণ করে। ২৪ নভেম্বর চ্যাংই মহাকাশযান উৎক্ষেপণ করেছিল চীন।

এই মহাকাশযানে চাঁদের কক্ষপথে যাওয়ার জন্য নকশা করা একটি অর্বিটার, একটি চন্দ্রযান ও চন্দ্রযানকে চাঁদের পিঠে নামানোর এবং ফিরিয়ে আনার সক্ষমতা সম্পন্ন আরও দুটি যান আছে।

‘চ্যাঙ’ই-৫’ মহাকাশযানটি চাঁদ থেকে নুড়িপাথর ও মাটির নমুনা সংগ্রহ করবে। এসব নমুনা চাঁদের উৎপত্তি, গঠন সম্পর্কে জানতে এবং আগ্নেয়গিরির সক্রিয়তা বুঝতে বিজ্ঞানীদের সহযোগিতা করবে। খবর বিবিসির

বিভিন্ন নমুনা সংগ্রহ করার সুবিধার্থে মহাকাশযানটির সাথে ক্যামেরা, স্পেকট্রোমিটার, রাডার, স্কুপ এবং ড্রিলসহ বেশ কয়েকটি যন্ত্র রয়েছে।

চলতি মাসেই চীনের উত্তরাঞ্চলীয় ইনার মঙ্গোলিয়া অঞ্চলে মহাকাশযানটি অবতরণের কথা রয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *