চীনকে হারিয়ে আঠারোতে বাংলাদেশ!

বাংলাদেশে নতুন করে আরও ২ হাজার ৮৫৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর ফলে আক্রান্তের ৯৭তম দিনে এই ভাইরাসের উৎপত্তিস্থল চীনকে ছাড়িয়ে গেল বাংলাদেশ। 

চীনের উহানে গত জানুয়ারির প্রথম দিকে শনাক্ত হয় করোনাভাইরাস। এরপর দেশটিতে মহামারি আকারে ছড়িয়ে পড়ে। তবে অল্প কিছুদিনের মধ্যেই অবস্থা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দেশটি।

দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৮৩ হাজার ৭৫ জন। পক্ষান্তরে আজ ২ হাজার ৮৫৬ জন আক্রান্তের ফলে বাংলাদেশে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮৪ হাজার ৩৭৯ জন। যা চীনের চেয়ে ১ হাজার ৩০৪ জন বেশি।

এদিকে চীনকে ছাড়িয়ে যাওয়ার দিনে বিশ্বে আক্রান্তের তালিকায় শীর্ষ ১৮তম স্থানে উঠে গেল বাংলাদেশ। বাংলাদেশে ওপর আরেক হটস্পট কানাডা। কানাডা ছাড়া বাকি দেশগুলো আক্রান্তের সংখ্যা লাখের ওপরে।

আক্রান্তের তালিকায় শীর্ষ ২০ দেশ হলো:
১. যুক্তরাষ্ট্র, ২. ব্রাজিল, ৩. রাশিয়া, ৪. ভারত, ৫. যুক্তরাজ্য, ৬. স্পেন, ৭. ইতালি, ৮. পেরু, ৯. জার্মানি, ১০. ইরান, ১১. তুরস্ক, ১২. চিলি, ১৩. ফ্রান্স, ১৪. মেক্সিকো, ১৫. পাকিস্তান, ১৬. সৌদি আরব, ১৭. কানাডা, ১৮. বাংলাদেশ, ১৯. চীন, ২০. কাতার।

মৃত্যুর সংখ্যা বাংলাদেশ ৩২তম। তবে টেস্টের দিক দিয়ে বাংলাদেশ ৩১তম। আক্রান্তে শীর্ষ ২০টি দেশের মধ্যে কেবল কাতার ও মেক্সিকোতে বাংলাদেশের চেয়ে কম টেস্ট করা হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *