চীন জাতিসংঘ গঠিত কোভ্যাক্স জোটে যোগ দিল

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, গতকাল বৃহস্পতিবার তারা জোটের সহযোগী সংগঠন গ্যাভির সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। কোভিড-১৯ ভ্যাকসিনের প্রাপ্যতার ক্ষেত্রে সমঅধিকার নিশ্চিত করার জন্য জাতিসংঘ গঠিত কোভ্যাক্স জোটে যোগ দেওয়ার কথা জানিয়েছে চীন। 

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং এক বিবৃতিতে বলেন, ‘ভ্যাকসিনের ন্যায়সংগত বণ্টন নিশ্চিত করার লক্ষ্যে আমরা এ দৃঢ় পদক্ষেপ নিচ্ছি, বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোর জন্য। আশা করছি, সামর্থ্যবান আরো কিছু দেশ কোভ্যাক্স জোটে যোগ দেবে এবং এতে সমর্থন করবে।’ দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর আগে বলেছিলেন যে চীন এ ভ্যাকসিনকে বিশ্বের জনসাধারণের জন্য সহজলভ্য করবে। তবে চুক্তির শর্ত এবং চীন কীভাবে এ জোটে অবদান রাখবে, তা এখনো পরিষ্কার নয়।

এদিকে, রাশিয়া ও যুক্তরাষ্ট্র আগেই কোভ্যাক্স জোটে যোগ না দেওয়ার ঘোষণা দিয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *