চুয়াডাঙ্গায় ১২৬৬ বস্তা সরকারি চাল জব্দ

চুয়াডাঙ্গা পৌর শহরের সাতগাড়ী এলাকার দুটি গোডাউন থেকে  সরকারি প্রকল্পের ১২৬৬ বস্তা  চাল জব্দ করা হয়। সোমবার সকালে এসব চাল জব্দ করে প্রশাসন। ঘটনায় তাৎক্ষণিকভাবে গোডাউন দুটিকে সিলগালা করা হয়েছে। 

জানা যায়, চুয়াডাঙ্গা শহরের সাতগাড়ীতে চাল ও গম ব্যবসায়ী নজরুল ইসলামের দুটি গোডাউন রয়েছে। রবিবার রাতে তার গোডাউনে সরকারি চাল ট্রাকযোগে আনলোড করা হয়। এর মধ্যে একটি গোডাউনে ৬০০ বস্তা ও অপরটিতে ৬৬৬ বস্তা মজুদ করে রাখা হয়। খাদ্য অধিদপ্তরের প্রতিটি ৩০ কেজি ওজনের চালের বস্তার বহ্যিক অংশে লেখা রয়েছে ‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ।’

সোমবার সকালে বিষয়টি জানাজানি হলে জেলা প্রশাসন ও খাদ্য অধিদপ্তরের একটি টিম অভিযান চালায়।

এ সময় গোডাউন মালিক নজরুল ইসলাম বলেন, চালের মালিক আলমডাঙ্গার ব্যবসায়ী গৌতম ও অশোক। তারা মেহেরপুরের গাংনী খাদ্য গোডাউন থেকে চালগুলো নিয়ে এখানে রেখেছে। নজরুলের কথায় অসংগতি লক্ষ করায় চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার সাদিকুর রহমান গোডাউন দুটি সিলগালা করে দেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *