চুয়াডাঙ্গায় ৩১ জন করোনা আক্রান্ত

চুয়াডাঙ্গায় গত ২৪ ঘন্টায় নতুন করে এক চিকিৎসকসহ ৩১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এনিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪০০ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২২৮ জন ও মারা গেছেন ৫ জন।

জানা যায়, বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ২৬ জন এবং ১৩৮ জন হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছেন ১৪ জন এবং হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৫৯৬ জন।

সোমবার (২০ জুলাই) সকালে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: করোনায় আক্রান্ত ঝিনাইদহ পৌর মেয়র

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে ৭১ জনের নমুনার প্রতিবেদন পাওয়া গেছে। এরমধ্যে ৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে চুয়াডাঙ্গা পৌর এলাকার ১৮ জনসহ সদর উপজেলার ২৩ জন, আলমডাঙ্গা উপজেলার ৩ জন ও দামুড়হুদা উপজেলার ৫ জন।

তিনি আরও জানান, আক্রান্তদের মধ্যে একজন চিকিৎসক ও জেলা জুয়েলার্স ব্যবসায়ী সমিতির সভাপতিও রয়েছেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *