চুয়াডাঙ্গা পৌর এলাকার তিনটি ওয়ার্ডে রেডজোন

চুয়াডাঙ্গা পৌর এলাকার তিনটি ওয়ার্ড রেডজোন হিসাবে চিহ্নিত করা হয়েছে।

বৃহস্পতিবার(২৩ জুলাই) সকাল থেকে ৪,৭ ও ৯ নম্বর ওয়ার্ডের আংশিক এলাকায় লকডাউন শুরু হয়।

এর আগে বুধবার রাতে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা বেড়ে যাওয়ায় এ তিনটি ওয়ার্ডের নয়টি পাড়া লকডাউনের আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

এলাকাগুলো হল- ৪ নম্বর ওয়ার্ডের বড়বাজার পাড়া, ফেরিঘাট রোড, শেখপাড়া ও মল্লিকপাড়া। ৭ নম্বর ওয়ার্ডের এতিমখানা রোড, ঝিনাইদহ বাসস্ট্যান্ড পাড়া ও সাতগাড়ি পাড়া এবং ৯ নম্বর ওয়ার্ডের থানা কাউন্সিলপাড়া ও গুলশানপাড়া।

জেলার সিভিল সার্জন এ এস এম মারুফ হাসান জানান, চুয়াডাঙ্গা জেলায় এ পর্যন্ত ৪৬৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ৬ জন।

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *