জবি শিক্ষার্থী মনিরের জামিন মঞ্জুর!

ফাইল ছবি

জামিন এ মুক্তি পেলো হত্যা মামলায় অজ্ঞাত নামা আসামী হিসেবে আটককৃত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের ১৪ তম ব্যাচের মেধাবী শিক্ষার্থী মনির।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১১ টার দিকে শরিয়তপুর জেলা দায়রা জজ আদালতে তার মামলার শুনানি হয় এবং তাকে জামিন দেয়া হয়।

এ বিষয়ে মনিরের ভাই সিরাজ এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, মনির আমার অনেক আদরের ভাই তার জামিনে আমি অনেক খুশি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, শরীয়তপুর ১ আসনের এমপি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের শাহাবাজ হোসেন বর্ষন সহ বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রবৃন্দকে ধন্যবাদ জানাই।

এদিকে জানা যায়, শরীয়তপুরের জাজিরা উপজেলার ভোলাই মুন্সিকান্দি গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে রিয়াজ মাদবর (১৭) নামে এক কিশোর নিহতের ঘটনায় জাজিরা থানা পুলিশ গত ৩০ জুন মুনিরকে গ্রেপ্তার করে এবং মামলা দিয়ে কোর্টে চালান করে দেয়।

আরও পড়ুন: জবির মেস ভাড়া মওকুফের সুপারিশপত্রের আবেদনে বিপাকে প্রথম বর্ষের শিক্ষার্থীরা

এরপর গত ১৬ জুলাই মুনিরকে জেলা দায়রা জজ আদালতে হাজির করানো হলে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠায়। বৃহস্পতিবার (২৩ জুলাই) দ্বিতীয়বারের মত তাকে আদালতে হাজির করা হলে জেলা দায়রা জজ আদালত তার জামিন মঞ্জুর করেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *